সিসিক মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন বদরুজ্জামান সেলিম

Slider সারাদেশ

97129-1

 

 

 

 

 

 

হাফিজুল ইসলাম লস্কর :: আগামী সিসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দলীয় প্রতীক ধানের শীষ নিয়েই নির্বাচন করতে চান তিনি। তবে দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোন ইচ্ছে নেই তার। শনিবার রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহে একটি কমিউনিটি সেন্টারে এলাকার লোকজনের সাথে মতবিনিময় কালে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘অতীতে সুখে-দু:খে সিলেটবাসীকে আমি কাছে পেয়েছি। তাদের ভালোবাসায় আমি সবসময় সিক্ত হয়েছি। যা কখনো ভুলার নয়। নগরবাসীর জন্য আমি আমৃত্যু কাজ করে যেতে চাই। এজন্য আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আমি বিএনপির দলীয় মনোনয়ন চাইবো। দল মনোয়ন দিলে আমি নির্বাচন করবো।’ শাহী ঈদগাহ মসজিদেও মোতাওয়াল্লী আকবর হোসেন সেলিমের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বদরুজ্জামান সেলিম আরও বলেন- ‘সম্প্রতি আমি লন্ডনে বেড়াতে গিয়েছিলাম। সেখানেও সিলেটের প্রবাসীরা আমাকে মেয়র পদে নির্বাচন করার তাগিদ দিয়েছেন। সিলেটের সচেতন মহলও আমাকে নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। দল (বিএনপি) যদি আমাকে মূল্যায়ন করে তবে সবার প্রত্যাশা পূরণে আমি নির্বাচন করবো।’ বদরুজ্জামান সেলিম আরও বলেন- ‘১৯৯৫ সালে তৎকালীন সিলেট পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু ওই সময় প্রস্তুত না থাকায় নির্বাচন করিনি। এখন আমি নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দলের নেতাকর্মীরাও আমাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। তাই আশাকরি দলও আমাকে মেয়র পদে মনোনয়ন দেবে।’ বার্তা প্রেরক হাফিজুল ইসলাম লস্কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *