পূঁজায় যেতে না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

Slider রংপুর

10917893_1586310234843177_2785436532876773338_n

এম এ কাহার বকুল: লালমনিরহাট প্রতিনিধি; লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মিলা রানী (২০) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিলা রানী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের সংকরটারী গ্রামের নিরঞ্জন রায়ের স্ত্রী। তিনি একই উপজেলার পলাশী ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী বিধান চন্দ্রের মেয়ে।

পলাশী ইউনিয়ন পরিষদের সদস্য রনজিৎ কুমার জানান, সনাতন ধর্মীয় মতে ৯/১০ মাস আগে মিলার সঙ্গে বিয়ে হয় নিরঞ্জন রায়ের। শারদীয় দুর্গা উৎসবে বেড়াতে যাওয়া নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নিরঞ্জন রায় নিজ ঘরে তার স্ত্রীর ঝ‍ুলন্ত মরদেহ দেখে চিৎকার দিয়ে উঠেন। প্রতিবেশীরা এসে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশি ঝামেলা এড়াতে মিলার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, তিনি নিজেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *