নিউজিল্যান্ড ক্রিকেট দল এই কৃতিত্ব একবার করে দেখিয়েছে। ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা দু’বার করেছে।
দক্ষিণ আফ্রিকা করেছে পাঁচ বার। অস্ট্রেলিয়ার এই কীর্তি করেছে ছ’বার। বাংলাদেশ, জিম্বাবুয়ে একবারও করতে পারেনি। অবাক করার মত ব্যাপার হল, সেই করতে না পারার দলে রয়েছে ভারতও।কীর্তিটা হল, টানা ১০টা একদিনের ম্যাচ জেতা। ভারত টানা ৯টা ম্যাচ জিতেছে। আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে হারালেই এই কীর্তি গড়বে বিরাট কোহলির ভারত। সেক্ষেত্রে ৯২৬টা একদিনের ম্যাচের ইতিহাস সমৃদ্ধ ভারত ক্রিকেটে আরেকটি নতুন ইতিহাস গড়বে।
জুলাইতে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হারার পর থেকে ভারত একটিও একদিনের ম্যাচ হারেনি। অস্ট্রেলিয়া শেষ একদিনের ম্যাচ জিতেছিল ২৬ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এডিলেডে। বিদেশের মাটিতে তারা টানা ১১টা ম্যাচ হেরেছে। স্টিভ স্মিথের দলের সিরিজ জেতার কোনও সম্ভাবনা নেই। শেষ দুটো ম্যাচ জিতলে এই পরিস্থিতিতে সেটাই তাদের কাছে হবে বড় সাফল্য। অন্যদিকে কোহলিদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।