মালয়েশিয়ান অভিনেতা শাহরনাজ আহমেদকে বাংলাদেশি নাগরিক গাউস আলীকে ঘুষি মারার অপরাধে ১২০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। কুয়ালালামপুরের একটি গল্ফক্লাবে ওই অভিনেতা ২২ জুলাই স্থানীয় সময় বিকালের দিকে গাউস আলীকে ঘুষি মারে।
আহত গাউস আলী কুয়ালামপুরের গল্ফ ও কান্ট্রি ক্লাবের একজন কর্মচারী।দেশটির গণমাধ্যমসূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী অভিনেতা শাহরনাজ আহমেদ ঘটনার পর নিজের অপরাধ স্বীকার করে আহতের কাছে ক্ষমা চাওয়ায় শাস্তি কম হয়েছে। শাহরনাজকে পেনাল কোডের ৩২৩ ধারায় অভিযুক্ত করা হয়, যে ধারায় অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা সবোর্চ্চ ২০০০ রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে।
আদালতের রায়ে ম্যাজিস্ট্রেট মাহিউদিন মোহমাদ সোম আসামিকে ১২০০ রিঙ্গিত জরিমানা করেন। আসামি জরিমানা প্রদানে ব্যর্থ হলে দুইমাসের বিনাশ্রম কারদণ্ডের আদেশও দেন। অভিনেতা শাহরনাজ আহমেদ ‘জুভানা’ চলচ্চিত্রে ‘লান তোদাক’ চরিত্রের জন্য খ্যাতি অর্জন করেন।