শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ রেল রুটের শ্রীপুর স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবরিতির দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার ভোর সাড়ে পাঁচটা থেকে পৌণে ৭টা পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী ট্রেনটি শ্রীপুর স্টেশনে ২০ মিনিট যাত্রাবিরতি করে।
মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ মানববন্ধনে করেন। কমপক্ষে দুই হাজার মানুষ হাতে হাত রেখে দুই’শ মিটার দীর্ঘ প্লাটফরমে শান্তিপূর্ণভাবে ট্রেন থামানোর দাবী জানান।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো: শাহজাহন মিয়া বলেন, ভোর সাড়ে পাঁচটা থেকে হাজার হাজার মানুষ ব্যনার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শ্রীপুর প্লাটফরমে অবস্থান নিতে শুরু করে। প্রতিদিনের ন্যায় তারা লাল পতাকা নিয়ে ট্রেন লাইনে দাঁড়িয়ে যায়। ভোর ৬টা ১০ মিনিটে ট্রেন এসে দাঁড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ২০ মিনিট পর ট্রেন লাইন থেকে সরে গেলে ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, আন্দোলনকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অনুরোধ করে লাইন থেকে সরিয়ে দিলে ট্রেন যাতায়াতের সিগনাল দেয়া হয়।
মানববন্ধনে আন্দোলনের সমন্বয়ক তপন কুমার বণিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর বাজারের ব্যবসায়ী মো: আমান উল্লাহ, যুবনেতা আজাহার হোসেন মিলন, শ্রীপুর ট্যুরিজমের সভাপতি খন্দকার মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।