রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে আড়াই কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। রবিবার রাতে এগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটটি বিকেলে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের আগে থেকেই বিশেষ নজরদারিতে রাখছিল। অবতরণের পর শুল্ক গোয়েন্দা দল তল্লাশি চালিয়ে বিমানের ৮এফ সিটের নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করে।
জানা যায়, হলুদ রঙের স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো কালো রঙের প্যাকেটে পাওয়া যায়। বারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা এবং মোট ওজন ৪.৬ কেজি। যার বর্তমান বাজারমূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম নেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।