সম্পাদকীয়: সুচির বক্তব্য নোবেল হারানোর জন্য যথেষ্ট

Slider সম্পাদকীয় সারাদেশ

_97733379__97718055_gettyimages-843306604

 

 

 

 

 

 

ঢাকা: দীর্ঘদিন চুপ থাকার পর মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা সংকট নিয়ে আজ মঙ্গলবার নীরবতা ভাঙেন স্টেট কাউন্সেলর অং সান সু চি।

টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, রাখাইনে সবার দুর্ভোগ গভীরভাবে অনুভব করে তাঁর সরকার। সেখান থেকে মুসলমানদের পালিয়ে বাংলাদেশে যাওয়ার খবরে সরকার উদ্বিগ্ন। মুসলমানরা কেন পালাচ্ছে, তা সরকার খুঁজে বের করতে চায় বলেও তিনি জানান। সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানান। রাখাইনে শান্তি পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।

মায়ানমার থেকে বিতারিত মুসলিম রোহিঙ্গা  জনগোষ্ঠির বাংলাদেশে আগমন নিয়ে সারা বিশ্বে যে অস্থিরতা তৈরী হয়েছে তার পরিপ্রেক্ষিতে সুচির বক্তব্য অনকাংখিত অনভিপ্রেত ও দুঃখজনক। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি অশান্তির জন্য দায়ী হলেন তার বক্তব্যেই। জাতিসংঘের দেয়া শেষ সূযোগটিও হারালেন সুচি। সুতরাং এখন আর সুচির নোবেল প্রত্যাহারে কোন বাঁধা রইল না।

ড. এ কে এম রিপন আনসারী

এডিটর ইনচীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডকম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *