৩ বছরের অজ্ঞাতবাসে কোথায় ছিলেন মোদি, আজও রহস্য!

Slider সারাবিশ্ব
৩ বছরের অজ্ঞাতবাসে কোথায় ছিলেন মোদি, আজও রহস্য!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আদর্শ মেনে তার জীবন কাহিনী খোঁজ-খবর রাখার মানুষ কম নয়। তারপরও অনেক কিছু আছে যা সকলে হয়তো জানে না।

আর তার মধ্যে একটি হল তার হিমালয় পর্ব। প্রচলিত আছে, নরেন্দ্র মোদি হিমালয়েই বেশ কয়েক বছর অজ্ঞাতবাসে ছিলেন। এসময় তার পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না। তিনি জীবিত রয়েছেন কিনা সে বিষয়েও ছিল ধোঁয়াশা।কলকাতা টোয়েন্টিফোর ডটকমের খবর, ২০১৫ সালের মোদি যখন পশ্চিমবঙ্গে তিনি বেলুড় মঠে যান, তখন সেই অজ্ঞাতবাসে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসে। শোনা যায়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় মোদির জ্যাকেটে যে ফুলটি ছিল তা মঠের থেকে প্রসাদরূপে এসেছিল। বেলুড় মঠে তিনি স্বামী আত্মস্থানন্দের সঙ্গে দেখা করেন, যাঁকে তিনি গুরু হিসেবে মনে করেন। তখনই প্রকাশ্যে আসে অনেক আগে মোদি এই মঠে আসেন সন্ন্যাস(সাধু) গ্রহণের জন্য। কিন্তু তাঁর অনুরোধ মানা হয়নি সে সময়।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই সময় মোদির বয়স ছিল ১৬ বছর। তখনই স্বামী আত্মস্থানন্দের কাছে দীক্ষা নেন তিনি। মোদি তাঁর আইডল স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে হিমালয়ে গিয়েছিলেন বলেও শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *