স্মিথদের সতর্ক করলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার

Slider খেলা
স্মিথদের সতর্ক করলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার


ভারত সফর শুরুর আগে স্টিভ স্মিথ বাহিনীকে সতর্ক করে দিলেন সাবেক অসি পেসার জেসন গিলেসপি। একইসঙ্গে গিলেসপির পরামর্শ, ‘‌ভারতকে হারাতে হলে বিরাটকে ক্রমাগত আক্রমণ করতে হবে।

তবে স্লেজিং করলে কিন্তু বিপদ বাড়বে। ’‌কোহলির সঙ্গে বারেবারেই কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শুরু সেই ২০১২ সালে। ২০১৪–১৫ সালে টেস্ট সিরিজেও তার ব্যতিক্রম ঘটেনি। স্মিথদের জন্য গিলেসপির সাবধানবানী, ‘‌কোহলি দুর্দান্ত ক্রিকেটার। একবার ছন্দ পেয়ে গেলে ওকে থামানো মুশকিল। কথার যুদ্ধে ওকে হার মানানো যাবে না। একমাত্র নিয়ন্ত্রিত বোলিংয়েই কোহলিকে থামানো সম্ভব। অসি পেসাররা কোহলিকে বাউন্সার দিক। ব্যাকফুটে খেলানোর চেষ্টা করুক। ওকে অনের দিকে ড্রাইভ করতে বাধ্য করতে হবে। তাতে উইকেটের পিছনে ক্যাচ যাওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়া উইকেট টু উইকেট বল করতে হবে। ’

‌তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে চলতি বছরে টেস্ট সিরিজে রান পাননি কোহলি। ৩ টেস্ট থেকে করেছিলেন মাত্র ৪৬। চোটের জন্য শেষ টেস্টটা খেলতে পারেননি। তাই একদিনের সিরিজে রান পাওয়ার জন্য কোহলি যে ক্ষুধার্ত থাকবেন তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *