যমুনায় নৌকাডুবিতে ২২ জনের প্রাণহানি

Slider গ্রাম বাংলা
যমুনায় নৌকাডুবিতে ২২ জনের প্রাণহানি

ভারতের উত্তরপ্রদেশের বাঘপথে যমুনা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী থাকার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে জেলা প্রশাসক।

জেলা প্রশাসক ভবানী সিং জানান, দুর্ঘটনাগ্রস্থ নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। যমুনার মাঝপথে আসা মাত্রই নৌকাটি উল্টে যায়’। নৌকাটি হরিয়ানার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। নদী থেকে তৎক্ষনাৎ ১২ জনকে জীবিত উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে উদ্ধারকাজে নামানো হয় দুর্যোগ মোকাবিলা দলকেও। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও যায়নি।

দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অন্যদিকে বিহারের মারাঞ্চি জেলায় গঙ্গা নদীতে তলিয়ে গিয়ে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *