মার্কিন সেনাবাহিনীর হাতে এল নতুন মরণাস্ত্র!

Slider সারাবিশ্ব
মার্কিন সেনাবাহিনীর হাতে এল নতুন মরণাস্ত্র!


মার্কিন সেনাবাহিনীর হাতে এল নতুন মরণাস্ত্র। এবার লেজার রশ্মি ছুঁড়ে শত্রু পক্ষের বসানো মাইন ধ্বংস করবে মার্কিন সেনা।

ইতোমধ্যেই এই লেজার অস্ত্র নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে তারা। এখন একে আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। পাশাপাশি লেজার রশ্মি ছুঁড়তে পারে এমন কামান বসানো থাকবে মার্কিন সেনার সাঁজোয়া গাড়িতে।এই অস্ত্র তৈরি হয়ে গেলে বম্ব ডিসপোজ্যাল স্কোয়্যাডের প্রয়োজনীয়তা ফুরোবে।   বর্তমানে শরীরে বডি আর্মার পরে সেনাকে ‘বম্ব ডিফিউজ’ করতে হয়। কোথাও আবার রোবটের সাহায্যে মাইন নিস্ক্রিয় করা হয়।

মার্কিন সেনা সূত্রে খবর, ৩০০ মিটার দূর থেকে মাইন ধ্বংস করতে সক্ষম হবে সেনা।   শুধু তাই নয়, মাটির নিচ থেকে অন্তত ৫০ পাউন্ডের ধ্বংসাবশেষ তুলে আনতে সক্ষম হবে এই নতুন অস্ত্র। এই লেজার অস্ত্র বসানো সাঁজোয়া গাড়িতে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা, স্ময়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ও দুটি বিকল্প অস্ত্র যা থেকে ১১০০ অ্যাম্ফিয়ারের বিদ্যুৎ ছোঁড়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *