রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধে দালাইলামার আহ্বান

Slider গ্রাম বাংলা
রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধে দালাইলামার আহ্বান


রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপর সহিংসতা ও দমন-পীড়ন বন্ধে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা।

বুদ্ধের শিক্ষা উদ্বুদ্ধ হয়ে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়াতে বৌদ্ধদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

খবর দ্য ইকোনোমিক টাইমসের।এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, নির্যাতন বাড়ায় বহু রোহিঙ্গা দেশ ছেড়ে পালাচ্ছে। এত সংখ্যক শরণার্থীকে আশ্রয় ও তাদের খরচ বহন করা তার দেশের জন্য কষ্টসাধ্য বলেও মন্তব্য করেছেন রাজাক। সংকট সমাধানে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

জাতিসংঘের হিসাবে রাখাইনে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। চলমান নির্যাতন-সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইরান, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ অনেক দেশে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভোররাত থেকে রাখাইনে সীমান্তরক্ষী পুলিশের সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘাত শুরু হয়। এরপর থেকেই রোহিঙ্গা দমন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে প্রাণ বাঁচাতে প্রায় দেড় লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *