———————–কোহিনূর আক্তার
আজ তোমাকে আমার বড্ড
বেশি প্রয়োজন কালিদাস !
তুমি বোকা বলে
প্রিয়ের অপমানের মালা পড়তে হয়েছিল ,
তুমি কোমরের ধুতি হাতে
জড়িয়ে পুকুর ঘাটে বসেছিলে,
আচ্ছা তুমি কি
খুব বেশি কষ্ট পেয়েছিলে সেদিন কালিদাস ?
কালিদাস পণ্ডিতের সাথে
আমার দুঃখ গুলো মাপতে ইচ্ছে করছে ।
আর একবার আমি কালিদাস হতে চাই ,
জানো কালিদাস রবীন্দ্র সিঁড়ি থেকে নামতে গিয়ে
আচমকা ধাক্কা খেয়েছিল,
ঐ অষ্টাদশী যুবতীর সাথে ।
মূহুর্তের ভালো লাগা তাকেও কষ্টের বীণা
বজ্রপাতের মতো আঘাত করেছিল অসান্ত মনে।
আর নজরুল ,
সে বাঁশের ছিপ বানাতে গিয়ে বিধবার দর্শনে
অনেক দুর হেঁটেছিল,
কখন দিবা শেষ হয়ে গোধূলি লগনে গরুর পালে রাখালের হৈ হৈ শব্দে মোহিত তন্দ্রা স্তম্ভিত হয়েছিল।
সেই আলো আবছা
সমস্ত কষ্ট গুলো নজরুলের
হৃদয় কৌটায় জমা হয়েছিল ।
কালিদাস আমার হৃদয়ে কষ্টের তীব্র ভরাট আস্তরণটা
মেপে দেখবে কি ?
আর ও কতোটা কষ্ট লাগবে পাহাড়ে পূর্ণ হতে ?
৭/৯/১৭
☪☪☪☪