নেটদুনিয়ায় আলোচিত হওয়ার মাধ্যমে মিডিয়াতে আসা হিরো আলম এবার পারফর্ম করলেন হালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় মডেল নায়লা নাঈমের সঙ্গে। এয়ারটেল প্রেজেন্টস জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ান প্রীতম হাসানের একটি আড়াই মিনিট দৈর্ঘ্যের একটি গানে তাঁদের একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে বলে জানা গেছে।
‘ভাইরাল’ শিরোনামের এই গানের ভিডিওতে আরও দেখা যাবে আরেক জনপ্রিয় মডেল ও অভিনেতা তৌসিফকে।ঈদের দুইদিন পর গত সোমবার রাজধানীর মিরপুরের একটি স্টুডিওতে গানের ভিডিওর দৃশ্যধারণ করা হয়। খুব শিগগির গানটির মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।
মূলত সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আলোচিতদের ‘আলোচনায় আসা’ নিয়ে গানটি করা হয়েছে। শুটিংয়েও সোশ্যাল মিডিয়ার আলোচিত বা ভাইরাল হওয়া ‘তারকা’দের হাজির করা হয়। গানের বিষয়বস্তু হলো সোশ্যাল মিডিয়ার ভাইরাল ‘ব্যক্তি’রা, কীভাবে ভাইরাল হলেন, কেন হলেন এসবই।