আদিতমারীতে বেকারী শ্রমিককে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক ৪

Slider গ্রাম বাংলা

Lalmonirhat_sm_913678811

লালমনিরহাট প্রতিনিধি;

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বেকারী শ্রমিককে
পুর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার পলাশী ইউনিয়নের বনচৌকী গ্রামের একটি পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় দুলু মিয়া (২৩) নামে বেকারী শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
আহত দুলু মিয়া ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্থানীয় বেকারীর বিক্রয় কর্মী।
গ্রেফতারকৃতরা হলেন, ওই বনচৌকী গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে রবিউল ইসলাম(৩২),  ওবায়দুল হক(৩০), রুহুল হক(২৮), রাশেদুল হক(২৫)।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, গত মাসে জমির কচুরি পানা পরিস্কার করা নিয়ে ওই গ্রামের আইয়ুব আলীর সাথে মারামারীর ঘটনা ঘটে আব্দুল হাই সরকারের ছেলেদের।

এ ঘটনার জের ধরে সোমবার (৪ সেম্টেম্বর) দিনগত রাতে আইয়ুব আলীর ছেলে দুলু মিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল এসময় আব্দুল হাইয়ের ৪ ছেলে দলবল নিয়ে তার পথরোধ করে এবং এলোপাতারি কুপিয়ে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ঘাতক ৪ ভাইকে আটক করে।

স্থানীয়দের খবরে থানা পুলিশ আশংকাজনক অবস্থায় আহত দুলুকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে আদিতমারী পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আইয়ুব আলী বাদি হয়ে মঙ্গলবার সকালে আদিতমারী থানায় ঘাতকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পরে স্থানীয়দের হাতে আটক আব্দুল হাইয়ের ৪ ছেলেকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায়  থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *