সাভারে মহাসড়কে তীব্র যানজট

Slider জাতীয়
সাভারে মহাসড়কে তীব্র যানজট
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তিব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।

এসময় মহাসড়কের ফুলবাড়িয়া থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।এসময় গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মহাসড়কে দায়িত্বরত পুলিশের উপস্থিতি কম দেখা যায়। ফলে যানজটে আটকে পড়া গাড়িগুলো একাধিক লাইন নিয়ে এলোপাথারি চলতে থাকে। অনেক গাড়ি আবার রাস্তার উল্টো পাশ দিয়ে চলাচল করায় যানজটের অবস্থা ভয়াবহ আকার ধারন করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যানজটে আটকে পড়া যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, আজকে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা ও অফিস আদালত ছুটি হয়ে যাওয়ায় সবাই নাড়ির টানে বাড়ি ফিরছে। একসাথে অনেক লোক রাস্তায় নেমে আসায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাস্তার বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানোর কারণে যানজট আরও তীব্র আকার ধারন করছে।

সাভার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন- সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে সড়ক দুর্ঘটনার কারণে যানচলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নেয়া হচ্ছে। এছাড়া পোশাক শ্রমিকরা রাস্তার বিভিন্ন স্থানে জড়ো হয়ে গাড়িতে উঠার কারণে রাস্তায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। একসাথে অনেক লোক রাস্তায় নেমে আসায় যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ট্রাক চাপায় এক ব্যক্তি মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *