‘রাস্তার কারণে কোনো রুটে যানজট নেই’

Slider জাতীয়
'রাস্তার কারণে কোনো রুটে যানজট নেই'

রাস্তার কারণে এবার কোনো রুটে যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, রাস্তা প্রস্তুত আছে। রাস্তায় সব ধরনের যান চলাচলে উপযোগী। রাস্তার কারণে কোথাও যানজট নেই। তবে যানজট হবে না এটা নিশ্চিতভাবে বলতে পারছি না। রাস্তাগুলো এখন ‘পাসএবল’ আছে। আজ যাত্রী চাপ বাড়বে। তারপরেও সমস্যা হবে না। গত ঈদের তুলনায় এবার যানজট কম।

মন্ত্রী আরো বলেন, ভিআইপিদের উল্টো পথে যাত্রার কারণে অনেক সময় যানজট সৃষ্টি হয়। এবার ভিআইপি হোক আর যেই হোক উল্টো পথে আসলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এখন পচনশীল, ওষূধ  ও পোশাকশিল্পের কাঁচামাল ছাড়া কোনো ভারী যানবাহন চলবে না। ফিটনেসবিহীন গাড়ি পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *