চলচ্চিত্র পরিবারের সঙ্গে শাকিবের ঝামেলার অবসান

Slider বিনোদন ও মিডিয়া

81097_Shakib-with-Film-Family

চলতি বছরের ২৩শে জুন এফডিসিতে শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজকে অবাঞ্ছিত করে তাদের সঙ্গে কোনো শিল্পী, টেকনিশায়ন যেন কাজ না করে সে ঘোষণা দেয় চলচ্চিত্র পরিবার। এর ফলে দ্বন্দ্ব বাড়তে থাকে। একদিকে চলচ্চিত্র পরিবার, অন্যদিকে শাকিব খানসহ জাজ মাল্টিমিডিয়া আলাদা সংবাদ সম্মেলন করে কাজ শুরু করে। বিভক্ত হয়ে পড়েন শিল্পীরা। তার সূত্র ধরেই সম্প্রতি গুজব উঠে শিল্পীদের নিয়ে নতুন সংগঠন তৈরি করছেন শাকিব খান। কিন্তু অবশেষে শাকিব খান ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের মধ্যকার সব ঝামেলার অবসান হলো। দেশীয় চলচ্চিত্র শিল্পের বৃহত্তর স্বার্থে এক কাতারে দাড়ালেন শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। মঙ্গলবার রাতে চিত্রনায়ক ফারুকের উত্তরার বাসায় চলচ্চিত্র পরিবারের নেতাদের উপস্থিতিতে এক ঘরোয়া বৈঠকে সবকিছুর অবসান ঘটে বলে মানবজমিনকে জানান চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেন, চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা এক হয়ে কাজ করবো। নিজেদের মধ্যে ঝামেলা রেখে কোনো লাভ নেই। দিন শেষে আমরা একই পরিবারের সদস্য। এখন থেকে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করবো। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এ বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক বাপ্পারাজ, শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। প্রসঙ্গত, আলোচনার এক পর্যায়ে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নায়ক ফারুক ও শাকিব খান কোলাকুলি করে ভবিষ্যতে একসঙ্গে সমঝোতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করার ব্যাপারে ঐক্যমত  পোষন করেন। পাশাপাশি সব ধরনের বহিস্কারাদেশ প্রত্যাহার করার ব্যাপারেও উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেন। চিত্রনায়ক ফারুক বলেন, শাকিব খান তো আমাদের ছেলে। ও যা করেছে না বুঝেই করেছে। এখন আর আমাদের মধ্যে  কোনো সমস্যা নেই। আমরা সবাই সামনে একসঙ্গে কাজ করবো। চিত্রনায়ক বাপ্পারাজও চেয়েছিলেন শাকিব খান ও চলচ্চিত্র পরিবার এক হোক। কয়েকদিন আগে এফডিসিতে নায়করাজ স্মরণে শোকসভায় তিনি বলেছিলেন যে, বর্তমানে যে বিভাজন ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে তার দ্রুত সমাধান না হলে তিনি আর এফডিসিতে কখনোই আসবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *