সম্পাদকীয়: মিয়ানমারে যৌথ অভিযানের প্রস্তাব অমানবিক

Slider জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি শিক্ষা

d008f51b88673462116b998b7ca118c0-59a5c53e80881

 

 

 

 

রোহিঙ্গা ঈস্যুতে মিয়ানমারের সঙ্গে যৌথ অভিযান চালানোর জন্য বাংলাদেশের প্রস্তাব অমানবিক। ১৯৭১ সালে আমাদের যারা আশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের অভিযানের প্রস্তাব যৌক্তিক নয়। আশ্রয়দাতারা যখন আশ্রয়হীন হয়ে আমাদের কাছে আশ্রয় নিতে আসছেন তখন আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি। আবার মিয়ানমারের সঙ্গে যৌথ অভিযান করে আশ্রয়দাতাদের দমন করতে আমরা প্রস্তাব দিচ্ছি এটা আরো বেশী অমানবিক।

রোহিঙ্গা ইস্যু বর্তমানে একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা সমাধানের দ্রুত উদ্যোগ নেয়া উচিত। যারা মিয়ানমারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছেন তাদের চিহিৃত করে বিচারের আওতায় আনা হউক। ঢালাও ভাবে বাড়ি ঘর জ্বালিয়ে বর্বরোচিত ও পৈশাচিকভাবে মুসলমানদের হত্যা করা তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় আরো বেগবান হওয়া দরকার।

বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সহযোগিতা করেছিল তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা অব্যাহত রাখতেই মিয়ানমারে যৌভ অভিযান চালানোর জন্য বাংলাদেশের প্রস্তাব অবিলম্বে প্রত্যাহর করা হউক।

ড. এ কে এম রিপন আনসারী

এডিটর ইনচীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *