ঢাকা: যাঁদের কাছে ক্রেডিট কার্ড আছে, তাঁদের ঋণ গ্রহণের সীমা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। আগে যা ছিল সর্বোচ্চ ২০ লাখ টাকা। এ ছাড়া বিনা জামানতে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আগে যা ছিল সর্বোচ্চ ৫ লাখ টাকা।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ব্যাংকের মোট ঋণের প্রবৃদ্ধির হারের চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি বেশি হতে পারবে না।
সর্বশেষ ২০০৪ সালে জারি করা এক পরিপত্রের মাধ্যমে ক্রেডিট কার্ডের ঋণসীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। চাহিদা বাড়ায়
ও ব্যাংকগুলোর কাছে থাকা অলস অর্থ বিনিয়োগে আনার লক্ষ্যে এখন এসব সীমা বাড়ানো হয়েছে।
একাধিক ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা বলছেন, এর ফলে কার্ড বিভাগের ঋণ বেড়ে যাবে। যার ফলে ব্যাংকের মুনাফা বাড়বে। তবে ঋণসীমা বাড়ায় ঝুঁকিও কিছুটা বেড়ে যাবে।
জানা গেছে, ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণের ক্ষেত্রে যাচাই–বাছাইয়ের ঝামেলা কম। তাই কম সময়ের মধ্যে এ ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।