অনুনয় —————-সাদিয়া তাহমিন মিশু

Slider সাহিত্য ও সাংস্কৃতি

21100967_1864305827155592_517997977_n

 

 

 

 

 

 

 

 

অনুনয়
– সাদিয়া তাহমিন মিশু

হাঁটতে- হাঁটতে অপার মুগ্ধতায়-
আমি দেখলাম, আকাশ-পাহাড়-নদী
সবকিছুই অসীম- উদার- অকৃপণ;
ভাবলাম মনে মনে-
মানুষ গুলো কেন যে হয় না এমন!

গভীর দৃষ্টি মেলে দেখলাম নীরবে-
নানা রঙ ফুল আর বিচিত্র পশু-পাখি
স্বভাবের নিয়মে সকলেই শাশ্বত চিরন্তন;
প্রশ্ন করেছি নিজেকে নিজে-
মানুষের কেন এত বহুরূপী আভরণ?

আমি দেখেছি অসীম কৌতুহলে-
ভাষাহীন বৃক্ষরাজি অপার উদারতায়
মমতার সাথে অঙ্গ জুড়ে নির্মোহ আবরণ;
ভেবেছি দীর্ঘশ্বাস ফেলে ফেলে-
মানুষ কেন সারল্যের আড়ালে হীন কৃপণ!

আমি প্রাণী দেখেছি প্রাণের স্বভাবে
প্রকৃতি দেখেছি তার অপার সৌন্দর্য মাঝে
মানুষ দেখেছি – শুধু চিনি নি তার মন;
বাহ্যত সব সাধুর ছদ্মবেশ-
ভেতরে ভেতরে ভণ্ড- অতি সুক্ষ্ম সন্তর্পন!

আমি দাঁড়ালাম তোমাদের দরোজায়
শুন হে মানুষ- মহান ঈশ্বরের প্রতিনিধি
সরলতায় শোন এই কবি নিবেদন-
জেগে ওঠো সব বিবেক বোধে,
হয়ে ওঠো- সব মানুষের মানবিক স্বজন।

নেশাতুর চোখ, মোহময় জীর্ণ হৃদয়
এ তো নয় কোন মানুষের গৌরব পরিচয়
মননে কর সত্য- সুন্দরের বিমূর্ত প্রোজ্জ্বলন
হোক এ ধরণী স্বর্গের সমার্থক
দূর হয়ে যাক যাবতীয় নারকীয় প্রহসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *