মিনিকেট নামে চাল বিক্রি করলেই ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

Slider অর্থ ও বাণিজ্য


মিনিকেট নাম দিয়ে চাল বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এর কোনো ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৫ অক্টোবর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষিক্ষেত্রে গবেষণা এবং মাঠ পর্যায়ে জাত ও প্রযুক্তি সম্পর্কিত মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

মিনিকেট নামে কোনো ধানের জাত নেই জানিয়ে তিনি বলেন, চালের বস্তায় ধানের জাত লেখার জন্য মিল মালিকদের চিঠি দেয়া হয়েছে। মিল মালিকরা এটি না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরে ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয় সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবীর।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব ধান মিউজিয়াম ও কৃষি প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *