ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নিতে অনড় কিম, গোপন ছবি প্রকাশ!

Slider সারাবিশ্ব
ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নিতে অনড় কিম, গোপন ছবি প্রকাশ!

যুক্তরাষ্ট্রে হুমকি-ধামকির কোনও তোয়াক্কাই করছেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। উল্টো আক্রমণাত্মক পন্থাই বেছে নিয়েছেন তিনি।

একের পর এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি।গোয়ামে হামলার ছক প্রকাশের পর এবার গোপন ক্ষেপণাস্ত্র কর্মসূচির বেশ কয়েকটি গোপন ছবি প্রকাশ করেছে  উত্তর কোরিয়া। ছবিগুলোতে দেখা গেছে, দেশটিতে পরমাণু প্রকল্পের উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে।

বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, নেতা কিম জং উন একাডেমি অব সায়েন্স’র কেমিক্যাল ম্যাটেরিয়াল ইনস্টিটিউট পরিদর্শন করেন। তার এই পরিদর্শনের খবরের সঙ্গেই প্রকাশ করা হয় বেশি কিছু গোপন ছবি।

তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ছবি প্রকাশের পেছনে উত্তর কোরিয়ার কোনো দুরভিসন্ধি কাজ করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকেও সতর্ক করা হচ্ছে বলে ধারণা। কিম জং উন প্রতিষ্ঠানটিকে আরো বেশি করে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন এবং রকেট ওয়ারহেড তৈরি করতে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *