ব্রাজিলের উত্তরে নৌকাডুবিতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন।
দেশটির পাবলিক সিকিউরিটি অফিস স্থানীয় সময় বুধবার জানিয়েছে, ৭০ জন আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনও নিখোঁজ রয়েছেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামাজনের ব্রাজিল অংশে জিনগু নদীতে ২২ আগস্ট রাতে নৌকাটি ডুবে যায়। প্রাথমিকভাবে ডুবে যাওয়ার কারণ জানা যায় নি। ভিক্টোরিয়া দ্য জিনগুর উদ্দেশ্যে রওনা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি।