উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত দ্বীপে বিধ্বংসী কামান পাঠাল চীন

Slider সারাবিশ্ব
উত্তেজনা বাড়িয়ে বিতর্কিত দ্বীপে বিধ্বংসী কামান পাঠাল চীন

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় সামরিক কর্মসূচি অব্যাহত রেখেছে বেইজিং। এবার ওই এলাকায় বিধ্বংসী কামান মোতায়েন করল দেশটি।

বিতর্কিত ওই অঞ্চল নিয়ে একাধিক দেশের সঙ্গে সমস্যা চলছে চীনের।জানা গেছে, সেখানে দাঁড়িয়ে স্পার্টলি দ্বীপপুঞ্জের ফায়ারি ক্রস রিফে নোরিনকো সিএস-এআর-১ ৫৫এমএম রকেট লাঞ্চার বসানো হয়েছে। এই কামান দিয়ে শত্রুর ডুবুরি-সেনাদের চিহ্নিত ও তাদের ধ্বংস করা যাবে।

কমান্ডো বাহিনী ডুবুরি-সেনা ব্যবহার করে থাকে। বিভিন্ন দেশের এই সেনা ক্ষুদ্রাকৃতির যান ব্যবহার করে। তাঁদের শনাক্ত করতে হিমশিম খেতে হয় অনেক সময়ে। এছাড়া বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মাছ ধরার বিশেষ ধরণের জাল পাততে ২০১৪ সাল থেকে ডুবুরি-সেনা ব্যবহার করছে ভিয়েতনাম।

পাশাপাশি তেল অনুসন্ধানে নিয়োজিত চিনা রিগের কর্মকাণ্ডে বাধা দিতে ২০১৪ সালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ভিয়েতনামের ডুবুরি-সেনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *