টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টেস্ট একাদশেও সাকিব

Slider খেলা

5

 

 

 

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে তিন ফরম্যাটেই অলরাউন্ড নৈপুণ্যে রাজত্ব করেছেন এ বাংলাদেশি তারকা ক্রিকেটার। আর তারই ফল হিসেবে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন সাকিব। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ক্রিকেট অস্ট্রেলিয়া, ইএসপিএন ক্রিকইনফো’র পর ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার বর্ষসেরা টেস্ট একাদশেও জায়গা করে নিয়েছেন টাইগারদের নতুন টেস্ট অধিনায়ক।

টেস্ট ক্রিকেটে ২০১৭ সালটা দারুণ কেটেছে সাকিবের। ৭ ম্যাচে ৪৭.৫০ গড়ে রান করেছেন ৬৬৫। সেঞ্চুরি আছে দু’টি। চোখ ধাঁধানো সব একক পারফরম্যান্সে নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস, শ্রীলঙ্কায় বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ জেতাতে সেঞ্চুরি হাঁকিয়ে গুরুত্বপূর্ণ অবদান, ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৪ ও দুই ইনিংসেই পাঁচ উইকেট নিয়ে সব আলো নিজের করেন নেন সাকিব।

চমৎকার অলরাউন্ড নৈপুণ্যের পুরস্কারস্বরূপ সাকিবকে নিয়ে বর্ষসেরা টেস্ট টিম প্রকাশ করেছে স্বনামধন্য ইংরেজী দৈনিক টাইমস অব ইন্ডিয়া। অধিনায়কের দায়িত্ব ফর্মের তুঙ্গে থাকা অস্ট্রেলিয়ান সেনসেশন স্টিভেন স্মিথের কাঁধে। কার্যকরী উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভূমিকায় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। অনুমিতভাবেই আছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররা। দ্বাদশ খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন রবিন্দ্র জাদেজা।

বর্ষসেরা টেস্ট একাদশ: ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান, বেন স্টোকস, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *