বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৬৮১ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৭০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯ হাজার ৩১১ জন হজযাত্রী রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১২৮টি ফ্লাইটসহ মোট ২৫৪টি ফ্লাইটে এসব যাত্রী পরিবহন করা হয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে একদিনেই ৫ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমানের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট ছিল।
শনিবার বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের প্রাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।