গোপালগঞ্জে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

Slider জাতীয়

bd-pratidin-

গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে। ১৭ বছর আগের ওই ঘটনায় আজ ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে।

২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় মাটিতে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বোমা পাওয়া যায়। পরদিন ৮০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয় কোটালীপাড়ার হেলিপ্যাড থেকে। এর এক দিন পর ওই মঞ্চে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল।

বোমা উদ্ধারের ঘটনায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ৬৮ জনের সাক্ষ্যগ্রহণ এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১০ আগস্ট ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম রায়ের তারিখ নির্ধারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *