মোবাইল থেকেই বেরোবে ছবির প্রিন্ট-আউট

Slider তথ্যপ্রযুক্তি

image_154951.5এবার মোবাইল ফোন থেকেই সরাসরি ছবি, নথিপত্র প্রিন্ট করা যাবে। তেমনই একটি প্রিন্টার আনতে চলেছে স্ন্যাপজেট। স্মার্টফোনের আকারের ছোট্ট এই প্রিন্টারের মাধ্যমে মোবাইল ফোন থেকে যেকোনো ছবি বা নথির প্রিন্টআউট নেওয়া সম্ভব। যেটির প্রিন্টআউট দরকার, সেই ফাইল মোবাইলের স্ক্রিনে এনে রাখলেই, তা স্ক্যান করে প্রিন্ট করা যাবে। তবে এই স্ক্যান করার জন্য স্মার্টফোনটিতে অবশ্যই রেটিনা ডিসপ্লে থাকা দরকার।
ভারতের বাজারে নতুন এই প্রিন্টারটির দাম পড়বে সাত হাজার ৯৬০ টাকা এবং ডেলিভারি চার্জ বাবদ গ্রাহককে দিতে হবে আরো এক হাজার ১১০ টাকা। আগামী বছরের শেষের দিকে নতুন এই স্ক্যানারটি বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে । তবে প্রিন্ট নেওয়ার জন্য পোলারয়েড থ্রি হান্ড্রেড অথবা ফুজিফিল্ম ইনস্ট্যাক্স পেপার দরকার।
সূত্র : কলকাতা ২৪x৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *