হজ যাত্রীদের নিয়ে বিদ্যমান জটিলতা নিরসন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারকে নির্দেশ নিয়েছে হাইকোর্ট। এছাড়া চলমান ফ্লাইট সিডিউল থেকেও যদি কোনো হাজি বাদ পড়েন তাহলে বিমান ভাড়া করে যথাসময়ে হজে পাঠানোর সময় সরকারেকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মো. দস্তুগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। কিন্তু ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে শনিবার পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬১ জন সৌদি আরবে পৌঁছেছেন।