রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে প্রায় অর্ধশতাধিক সাধারণ ছাত্র ছাত্রদলে যোগদানের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক জীবন শুরু করেছেন।
১১আগষ্ট শুক্রবার বেলা ১১টায় অধ্যাপক ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যোগদানকৃত ছাত্ররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বলে জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আজকে যারা ছাত্রদলের যোগদান করলে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে কাজ শুরু করবে। কেন্দ্রীয় বিএনপি’র পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই।
তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান আকন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি’র পরিচালনায় বক্তব্যে রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্ল্যা, তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আকন্দ, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ মালেক, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ লিটু, যুগ্ন-সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন, খায়রুল আলম বাবুল, আরিফুল হক আজিজ, ডা: সালাম, রানা আহমেদ আকন্দ, রানা প্রতাপ, স্বেচ্চাসেবক দল নেতা রাশেদুল ইসলাম নয়ন ও আবু বক্কর, ছাত্রদল নেতা জাকির হোসেন, মাসুদ রানা, জহিরুল ইসলাম, সোহেল রানা, মাসুম, মাহফুজ সরকার, সুজন প্রমুখ।