গাইবান্ধায় ভারতীয় শিল্পী শুভেন্দু মাইতির গণসংগীত

সাহিত্য ও সাংস্কৃতি
image_154889.gaibandha pic -)000ভারতের প্রখ্যাত লোকসংগীত গবেষক ও গণসংগীত শিল্পী কলকাতার লালন একাডেমির সভাপতি শুভেন্দু মাইতির একক গণসংগীত অনুষ্ঠান গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই সূচনা বক্তব্য দেন জেলা উদীচী সভাপতি উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম। শিল্পীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, প্রমতোষ সাহা, মশিউর রহমান, নিলুফার জেসমিন বিথী, মাহমুদুল গনি রিজন ‌এবং  মিঠুন রায়। শিল্পীর সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান শিরিন আকতার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *