সিলেট প্রতিনিধি ::
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস ভাঙচুর মামলায় চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে আসামিরা আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা সবাই টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের টিটু গ্রুপের কর্মী।
তারা হচ্ছেন- সুনামগঞ্জের অচিন্তপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুরের কাজিপুর গ্রামের অরবিন্দ দে’র ছেলে নিউটন দে, নারায়ণতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন ও তাহিরপুর রতনপুর গ্রামের মোজ্জামেল হোসেনের ছেলে তানভীর হাসান শাওন।
আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ছাত্রবাস ভাঙচুরের ঘটনার কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্রের করা দ্রুত বিচার আইনের মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকে অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে। এ অভিযোগপত্রের ওপর শুনানি হবে আগামী ৮ আগস্ট।