চালকবিহীন বাস চলছে এস্তোনিয়া

Slider বিচিত্র

bus5

গত ৩ দিন ধরে দুটি চালকবিহীন বাস চলছে এস্তোনিয়ার রাজধানী তালিনে। এতে অন্য কোনো যানবাহন বা পথচারীর সঙ্গে কোনো দুর্ঘটনা হয়নি। তবে বেশ কয়েকবার শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো গেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সোমবার সাইরেন ও ফ্লাশ লাইটসহ একটি পুলিশকারকে জায়গা দেয়নি একটি বাস। একজন ফটোগ্রাফার দেখেছেন, মানুষ পারাপারের জায়গায় লাল বাতি ভেঙে চলে যায় একটি বাস। তখন পথচারীরা অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন।

জানা যায়, যদিও চালক নেই, তবু ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে।  বাসগুলোর দাম পড়েছে এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এ  বিনিয়োগ এসেছে। আগামী ছয় মাসের জন্য এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। এই গৌরব উদযাপনের জন্যই তালিনে চালকবিহীন এ বাস চালু করা হয়েছে। তবে ছয় মাস পরও এই বাস সার্ভিস চালু থাকবে কিনা- তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *