গুজবে কান না দেওয়ার আহ্বান মৌসুমীর

Slider বিনোদন ও মিডিয়া

 

Mousumi

১৯৯১ থেকে ২০১৭, দেখতে দেখতে চলচ্চিত্রে ২৬ বছর কেটে গেছে ঢাকাই ছবির তারকা অভিনেত্রী মৌসুমীর। রুপালি পর্দার পাশাপাশি তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে সংসারও আগলে রেখেছেন পরম মমতায়। বুধবার বিবাহবার্ষিকীও স্বামী-সন্তান নিয়ে বাসায় একান্তেই সময় কাটিয়ে দিলেন মৌসুমী।

তবে প্রিয়দর্শিনী এই নায়িকা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে যাচ্ছেন বলে গুঞ্জন চলছে।

এই গুঞ্জনে দারুণ বিরক্ত হয়ে মৌসুমী সাংবাদিকদের বলেন, ‘আপাতত রাজনীতিতে আসার কোনো সম্ভাবনাই নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথাও হয়েছে। কিন্তু এসব বিষয়ে কোনো আলাপই হয়নি। তাই গুজবে কান না দিতে আমি সবাইকে অনুরোধ করছি। ’

তবে নির্বাচন বা কোনো সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত থাকার জন্য প্রধানমন্ত্রী কোনো আদেশ দিলে মাথা পেতে নেবেন বলেও জানান মৌসুমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *