‘শতভাগ সততা ও দেশপ্রেম থাকা সত্ত্বেও রাজনীতি করতে পারলাম না’

Slider গ্রাম বাংলা

Untitled-2জীবনের শেষ বেলায় একটি কঠিন সত্য প্রকাশ করে রাজনীতির মায়া ত্যাগ করতে চাই। ১৯৮১ সাল থেকে আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হওয়ার আগে-পরে এমনকি কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়ার পরে কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রী ব্যতীত কোনো প্রেসিডিয়াম সদস্য, প্রভাবশালী কেন্দ্রীয় নেতার বাসায়/অফিসে কখনো যাইনি। কোনো বড় নেতা/বড় ভাইয়ের কর্মী না হয়ে কেবল জননেত্রী শেখ হাসিনার কর্মী হওয়ার কারনে একটি সুগভীর চক্রান্তের ফলশ্রুতিতে একটি নীলনকশা অনুযায়ী আমাকে কেন্দ্রীয় রাজনীতি থেকে বিদায় নিতে হয়েছে।

অথচ আমি স্কুল-কলেজ জীবনে কয়েকবার Your Aim in life রচনায় লিখেছিলাম “I will be a politician”. কখনো লিখি নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারপতি হবো। শতভাগ সততা ও দেশপ্রেম থাকা সত্ত্বেও আমি রাজনীতি করতে পারলাম না। অথচ কত চাপাবাজ, বাটপার ও দুর্নীতিবাজ রাজনীতি নিয়ন্ত্রণ করে।

(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *