তাজউদ্দীন আহমদের জন্মদিন পালন

Slider বাংলার মুখোমুখি

IMG_20180723_140842_HDR

গাজীপুর, ২৩ জুলাই ২০১৮: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতার অন্যতম রূপকার বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুলাই (সোমবার) গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলা শিশুদের জন্য এক আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে।

এদিন সকালে কচি-কাঁচা একাডেমির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার পরিচালক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। আলোচনা সভার পর ‘তাজউদ্দিন আহমদের জীবন ও কর্ম’ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার সংগঠক সিরাজুল হকের সঞ্চালনায় উন্মুক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১০টি প্রশ্নের সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলো- শাকিল আহমেদ, নুসরাত জাহান লতা, নাহিদা নাজনীন দিবা, শেখ ফাহিমা আক্তার, আনিকা তাহসিন, আবিদ মাহমুদ হিমেল, মাহমুদুল হাসান সাগর, রকিবুল হাসান, সজিব আহমেদ সাগর ও উম্মে হাবিবা লিজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *