শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে সংর্ঘষ আহত ১০ শিক্ষার্থী

Slider গ্রাম বাংলা

received_514640648950115
রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কাওরাইদ-জেনা আঞ্চলিক সড়কের বলদীঘাট বাজারে বেশ কিছু যানবাহন আটকিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

রোববার দুপুরে উপজেলার কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ে মাঠে ওই ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলো,রুবেল (১৪) মিলন (১৪), সাগর (১৪) মাসুম (১৪) সোহেল (১৪) আহাদ (১৪) মারুফ (১৪) ও রবিন (১৪)।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আজ সকাল সাড়ে দশটার দিকে কাওরাইদ কেএন উচ্চবিদ্যালয় ও বলদীঘাট জেএম সরকার উচ্চবিদ্যালয়ের মধ্যে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার র্কোয়াটার ফাইনাল খেলা চলছিল। পরে খেলার দি¦তীয় আর্ধের আগেই এক গোলে এগিয়ে যায় বলদীঘাট উচ্চবিদ্যালয়। এ সময় দ্বিতীয় আর্ধের খেলার শেষের দিকে রেফারির সিদ্ধান্ত নিয়ে কাওরাইদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অষন্তোস প্রকাশ করে রেফারিকে মারধর করে। এ সময় এর প্রতিবাদ করলে বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে কাওরাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বলদীঘাট উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়।

বলদীঘাট উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওমর ফারুক জানান, উপজেলা আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার খেলা চলছিল। পরে এক গোলে এগিয়ে যাওয়ায় তারা উত্তেজিত হয়ে পড়ে। হামলাকারীরা সবাই স্কুলের পোশাক পরিহিত ছিল। আমাদের বিজয় নিশ্চিত জেনেই তারা এ হামলা করেন। এ সময় তাদের থামাতে গেলে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত পেয়েছে। তবে সকালে একটু উত্তপ্ত ছিল এলাকা। এ সময় দুএকটি যানবাহনে সামান্য হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *