গোপালগঞ্জের কাশিয়ানীতে টানা বর্ষণে জনজীবনে চরম দূর্ভোগ

Slider গ্রাম বাংলা

Gopalgonj Photo-2এম আরমান খান জয়,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে গত কয়েক দিনের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে কর্মজীবি ও বিভিন্ন পেশাজীবি মানুষ ঘরের বাহিরে যেতে পারেনি।
ইজিবাইক চালক বিজু মোল্যা জানান, কয়েক দিনের টানা বর্ষণে ইজিবাইক নিয়ে রাস্তায় বের হতে পারেনি। কয়েক দিন ধরে অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। কেউ কেউ রাস্তায় বের হলেও লোকজন কম থাকায় তেমন ভাড়া মেলেনি।
কাশিয়ানী উপজেলার প্রায় কয়েক শ’ পরিবার বৃষ্টির পানিতে জলাবদ্ধ সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে টানা বর্ষণে শীতের আগাম সবজী মুলা, টমেটো, পাতাকপি, ফুলকপি, বেগুনসহ পেঁপে, মরিচ, বরবটি, পুইশাক ক্ষেত তলিয়ে ও জলাবদ্ধ সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে হাট-বাজারে এখন শাক-সবজি অপ্রতুল। চরাঞ্চলে উৎপাদিত কিছু সবজি বাজারে উঠলেও মূল্য আকাশ ছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *