জিয়া গণতন্ত্র রক্ষার রাজনীতি করেছেন: খালেদা

রাজনীতি

images-6ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে রাজনীতি করেছেন তা এদেশের জাতীয়তাবাদী দলের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার গণামাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
শোকবার্তায় বরিশাল মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করেন বেগম খালেদা জিয়া।
শোকবার্তায় তিনি বলেন, মরহুম এডভোকেট কামরুল হাসান শাহীন এর মৃত্যুতে বরিশাল মহানগরবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত। এছাড়া মানুষের গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে এবং জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে শুধু বরিশাল নয় সারাদেশের মানুষ স্মরণ করবে।
বিএনপি চেয়ারপারসন আরো বলেন, তিনি বরিশাল মহানগর বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও জনপ্রিয় করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরিশাল মহানগর বিএনপি একজন সুদক্ষ, ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মরহুম এডভোকেট কামরুল হাসান শাহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম এডভোকেট কামরুল হাসান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য বরিশাল মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান শাহীন (৫৮) শনিবার দিবাগত রাতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *