বৃহত্তর সিলেটের পাহাড়ি অঞ্চলে লেবু চাষ হয়। লেবুর ওজন তিন কেজি! এমন লেবুর দেখা মিলেছে সিলেটের বাজারে। দোকনদার এর দাম হেকেছেন ৪০০ টাকা।
জানা যায়, জারা নামে পরিচিত এই লেবু দুই থেকে তিন কেজি হতে পারে। রসে ভরা লেবুর খোসাও খাওয়া যা। সেকারণে যে কাউকে আকৃষ্ট করে। সিলেটের পর্যটন স্থানগুলো দেখতে আসা দর্শনার্থীরা এমন আকারের লেবু দেখে বিস্মিত হচ্ছেন।
এখন বর্ষাকাল হওয়ায় সবুজ সতেজ লেবুতে ভরা সিলেটের বাজার। নানা নানা জাতের লেবু পাওয়া যাচ্ছে এখানকার বাজারে। এ সব লেবুর স্বাদ ও আকারও ভিন্ন। দামেরও পার্থক্য অনেক। সাধারণ লেবু প্রতি হালির দাম ২৫-৩০ টাকা। আর জারা লেবু একটি ৩শ থেকে চারশ টাকায়ও বিক্রি হয়। আকারে বিশাল ও খেতে সুস্বাদু হওয়ায় সিলেট এ লেবুর চাহিদাও সর্বাধিক।
এছাড়া এই লেবু ইংল্যান্ড, আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশে রপ্তানি হয়ে থাকে।