বিজ্ঞাপনের কল্যাণে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সারাদেশে বেশ সাড়া ফেলেছে। একই নামে নির্মিত সিনেমায় আইটেম গান হিসেবে ব্যবহৃত হয়েছে ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, যার ভিডিও ইউটিউবে প্রকাশের পর চারদিক থেকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তো বলছেন, ঢালিউড যে আবারও অশ্লীলতার দিকে ঝুঁকছে তা এই ছবিটির মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত ২৪ জুন গানের ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়। বেশ ঝলমলে সেটে ধারণ করা গানটিতে অংশ নিয়েছেন জেফ ও তিথি। খোলামেলা পোশাকে নায়িকা ও অশালীন অঙ্গভঙ্গিতে গানটি ধারণ করা হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার বার ভিডিওটি দেখা হয়েছে। এর মধ্যে ৫৩১ জন লাইক দিলেও ৬ শতাধিক মানুষ গানটির ভিডিও অপছন্দ করেছেন। এর মধ্যে দেড়শ’ জনের মতো মানুষ কমেন্ট করেছেন।