২০ বছর পর আবার তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল। চলচ্চিত্রটির নাম ‘ভেলাই ইল্লা পাত্তাহারি টু’। সংক্ষেপে ‘ভিআইপি টু’। এতে কাজলের বিপরীতে অভিনয় করছেন ধানুশ। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে কাজল বলেন, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ভিআইপি’র সিক্যুয়াল ‘ভিআইপি টু’। এখানে আমি বসুন্ধরা পরমেশ্বর নামের একটি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। আমার স্পষ্ট বিশ্বাস ছিল যে, আমি এটি যথাযথভাবে রূপায়ন করতে পারবো। ছবিতে আমার আর ধানুশের সম্পর্ক দেখে দর্শক অনেক আনন্দ পাবে। কাজল আরো বলেন, ধানুশ অত্যন্ত ভালো অভিনয় করেছেন। ছবিটিতে অভিনয়ের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন তিনি। ছবির পরিচালক সৌন্দর্য্য রজনিকান্ত জানান, এটির গল্প ধানুশের। আর সে সঙ্গে যুক্ত আছেন তার টিমের সদস্যরা। তিনি জানান, ধানুশ অনেক ভালো একজন অভিনেতা। তিনি ছবিটির জন্য সুন্দর চিত্রনাট্য এবং সংলাপও লিখেছেন। তার সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত। কালিপুলি এস থানুর প্রযোজনায় ছবিটিতে আরো অভিনয় করেছেন আমলা পল, বিবেক আর সামুথিরকানি। আগামী অগাস্ট মাসে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।
