প্রেক্ষাগৃহে ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘গ্রাস

Slider বিনোদন ও মিডিয়া

75804_Grassইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘গ্রাস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৮শে জুলাই। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মারিয়া আফরিন তুষার। এ ছবিতে অভিনয় করেছেন তমা মির্জা, আর.বী প্রীতম, জ্যোতিকা জ্যোতি, রিপন নাথ, কচি খন্দকার, শিখা খান, শেলী আহসান, মুনিরা মিঠু, বাদল শহীদ, রানী সরকার প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড-সহ, খুলনা, ময়মনসিংহ এবং পটুয়াখালীর বিভিন্ন সিনেমা হলে। ছবিটির সম্পাদনা করেছেন সবুজ খান ও অনয় সোহাগ। চিত্রগ্রহণে কামরুল ইসলাম শুভ, রাজু রাজ, হৃদয় সরকার ও খায়রুল শিপলু। ছবির গল্পের নায়ক শাহরিয়ার তন্ময় একজন স্বপ্নবাজ তরুণ। মধ্যবিত্ত পরিবারের সন্তান তন্ময় চলচ্চিত্র নির্মাতা হতে চায়। কিন্তু পৃষ্ঠপোষকতা করার মত কেউ থাকে না তার। বড় বোনের টাকায় সংসার চলে। বাবা রিটায়ার্ড। সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি তার অনুকুলে থাকে না। পরবর্তীতে প্রেমিকার দেয়া বুদ্ধি অনুযায়ী সে বাবার কাছে টাকা চায় ব্যবসা করার জন্য যেটা দিয়ে সে চলচ্চিত্রের কাজ শুরু করে। বাবাকে কথা দেয় ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার; কারণ পেনশনের এই টাকা তার বড় বোনের বিয়ের জন্য রেখেছিলেন তার বাবা। ইতিমধ্যে একজন প্রযোজকের কাছ থেকেও কিছু টাকা নেয় সে। তারপর চরচ্চিত্রের কাজ শেষ করে। কিন্তু সবসকল ঝামেলা দেখা দেয় তারপর। কেউ তার চলচ্চিত্র হলে চালাতে চায় না। বাবাকে দেয়া কথা রাখতে পারে না। বড় বোনের বিয়ে আটকে যায়। অন্যদিকে নিজের প্রেমিকারও অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। প্রযোজক চাপ দিতে থাকে। সব কিছু মিলিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে তন্ময় এবং আত্মাহুতির পথ বেছে নেয়। হতাশা ‘গ্রাস’ করে তার জীবনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *