নারায়ণগঞ্জে সাত খুন মামলায় হাইকোর্টের রায় ১৩ আগস্ট

Slider জাতীয়

murder_22নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় নিম্ন আদালতের দেওয়া রায় বহাল থাকবে কি না তা জানা যাবে আগামী ১৩ আগস্ট। মামলার বিষয়ে সেদিন হাইকোর্টের রায় ঘোষণা করা হবে।

আজ বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই তারিখ ঠিক করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে উদ্ধার করা হয় তাদের লাশ।
গত জানুয়ারিতে সাত খুন মামলার রায়ে ২৬ জনকে ফাঁসি ও নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *