কচুয়া ডিগ্রী কলেজের এক শিক্ষক সাময়িক বরখাস্ত, অপর ৫৭ জনকে শোকজ

Slider শিক্ষা

10917893_1586310234843177_2785436532876773338_nএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের কচুয়া ডিগ্রী কলেজের সিনিয়র শিক্ষক নন্দ কিশোর সাহাকে সাময়িক বরখাস্ত করেছেন কলেজ পরিচালনা পরিষদ। এছাড়া ওই কলেজের অপর ৫৭ জন শিক্ষককে কারন দর্শানো নোটিশ করা হয়েছে। রবিবার কলেজ পরিচালনা কমিটির সভাপতি মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্বে এ সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এসভায় অপর ৫৭ শিক্ষকদেরকে কেন সাময়িক বরখাস্ত করা হবেনা তা জানাতে তাদের শোকজ করা হয়েছে।
কচুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শুধাংক শেখর অধিকারী মুঠোফোনে এখবরের সত্যতা স্বীকার করে বলেন, গত ৪ জুলাইয়ে শিক্ষক নন্দ কিশোর সাহাকে শোকজ করা হলে তিনি সন্তুষ্ঠমুলক জবাব না দেয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজ সরকারী করনকে চ্যালেঞ্জ করে কচুয়া ডিগ্রী কলেজের সিনিয়র শিক্ষক নন্দ কিশোর সাহা বাদী হয়ে হাইকোর্টে একটি রীট করেন। বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ শেখ আবু নাসের নামে প্রতিষ্ঠিত কলেজে সরকারী করনের বিরোধীতা করে হাইকোর্টে রিট কারীরর নেপথ্যে গডফাদারদের চিহিৃত করতে ও এই প্রতিবাদে জেলা যুবলীগসহ আওয়ামীলীগের ৭টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাগেরহাটে বিক্ষোভ মিছিল-মানববন্ধন ও জেলাপ্ রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারক লিপিপ্ রদান করেন। আওয়ামী লীগের মধ্যে শুরু হয় তোলপাড়। এই অবস্থায় আবশেষে কলেজ কর্তৃপক্ষ এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত ও অপর ৫৭ জন শিক্ষককে কারন দর্শানো নোটিশ প্রদান করেন। পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া রীটের কারনে তার বিরুদ্ধে এব্যবস্থা নেয়া হয়েছে বলে অধ্যক্ষ জানান। তবে সাময়িক বরখাস্ত প্রাপ্ত গনিতের সিনিয়র শিক্ষক নন্দ কিশোর সাহা বলেন, কলেজের এই সিদ্ধান্তের বিষয়টি তিনি হাইকোর্ট ডিভিশনের নজরে আনবেন। তার বিষয়টি সাময়িক বরখাস্তের বিষয়টি হাইকোটেই ফয়সালা হবে। আন্যদিকে শোকজ প্রাপ্ত শিক্ষকবৃন্দ বলেন, পরিচালনা পরিষদের শোকজের জবাব আমরা যথাসময়ে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *