সিলেটে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা

Slider সিলেট
7651c8e4b28406c35941
হাফিজুল ইসলাম লস্কর :: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের উচ্চ মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় পাসের হার ৭২.০০। গতবার পাসের হার ছিলো ৬৮.৫৯। গতবারের চেয়ে এবারের ফলাফল ৩.৪১ বেড়েছে।
পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা । এবছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০০ শিক্ষার্থী, যেখান গত বছর ১হাজার ৩শ’৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।
রবিবার সকালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম তথ্য জানান। বিস্তারিত ফলাফল সংবাদ সম্মেলনের পর প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছ ৪৬ হাজার ৭শ ৯৭জন। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ২৫ হাজার ও ছেলে ২১হাজার ৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *