গাজীপুর, ২০ জুলাই ২০১৭: গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক বিজ্ঞান মেলা আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়।
রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কৃষিবিদ ড. মোঃ রুহুল আমিন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘কি হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কেনো হচ্ছে,’ এসব প্রশ্নের মধ্য দিয়ে আমরা বিজ্ঞানের জগতে প্রবেশ করতে পারি। আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা একদিন তাদের সৃজনশীল শক্তির মাধ্যমে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞানী ড. মোঃ জামাল হোসেন। সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বলেন, যে আবিস্কার মানুষ, দেশ তথা সমাজের কোনো কল্যাণে আসে না সেটা কোনো আবিষ্কার হতে পারে না। তিনি শিক্ষার্থীদের মেধা শাণিত করে মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান। বিজ্ঞান মেলায় মোঃ এমরান উল্লাহ’র নেতৃত্বে আলফা দল এর ‘হাউড্রোলিক রোবটিক সিস্টেম’ প্রজেক্টটি প্রথম স্থান, এনামুল হাসান শাকিলের নেতৃত্বে পদ্মা গ্রুপ এর ‘সিকিউরিটি এলার্ম’ প্রজেক্টটি দ্বিতীয় স্থান এবং হাসিবুল হাসান শান্ত রোকায়েত এর নেতৃত্বে এটম গ্রুপের ‘ডেনসিটি অফ ওয়াটার এন্ড সুগার’ প্রজেক্টটি তৃতীয় স্থান অর্জন করে।
উল্লেখ্য, ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমির মোট ১২৫ জন শিক্ষার্থী ৫১টি প্রজেক্ট বিজ্ঞান মেলায় প্রদর্শন করে।
বার্তা প্রেরক
(মোঃ আবদুল্লাহ)
প্রভাষক (পদার্থবিজ্ঞান)
আহ্বায়ক
বিজ্ঞান মেলা আয়োজন কমিটি