বিশ্বের যে দেশগুলোতে মদ নিষিদ্ধ!

Slider লাইফস্টাইল

5একটা সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র (১৯২০-১৯৩৩), রাশিয়া (১৯১৪-১৯২৩), কানাডার (১৯১৮-১৯২০) মত তথাকথিত ‘উদারবাদী’ দেশগুলোতেও মদ নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা ছিল, তৎকালীন সোভিয়েত রাশিয়ার অন্তর্গত হাঙ্গেরিতেও। এছাড়াও নরওয়ে (১৯১৬-১৯২৭), ফিনল্যান্ডেও (১৯১৯-১৯৩২), ভারতের কয়েকটি রাজ্যেও।

তবে বর্তমানে সেসব দেশে মদের অবাধ বিপণন ও গ্রহণ চালু রয়েছে। কিন্তু পৃথিবীর ১৪টি দেশে মদের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। আর এই দেশগুলির মধ্যে বেশিরভাগই মুসলিম ধর্মপ্রধান হিসেবেই পরিচিত। চলুন জেনে নিই দেশগুলোর নাম-

আফগানিস্তান,  ব্রুনেই, ইরান, ইন্দোনেশিয়া, ইয়েমেন, লিবিয়া, কুয়েত, মালদ্বীপ, পাকিস্তান, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান, সোমালিয়া ও আরব আমিরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *