প্রকাশিত হল আইফোন ৮-এর ডিজাইন

Slider তথ্যপ্রযুক্তি

imageরতিষ্ঠার দশম বছরে জনসমক্ষে এল আইফোনের আরেকটি নতুন মডেলের ডিজাইন। আইফোন ৮-এর ডিজাইন নিয়ে বহু দিন ধরেই অপেক্ষায় ছিল গ্রাহকরা।

এক দশক পূর্তি উপলক্ষে আইফোন নতুন কী নকশা আনবে তা নিয়ে আগ্রহের কমতি ছিলো না অ্যাপেল-প্রেমীদের মধ্যে। অবশেষে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হল আইফোন ৮-এর ডিজাইন।

নতুন আইফোনের নকশা দেখে যারপরনাই উচ্ছ্বসিত অ্যাপেল-প্রেমীরা। অন্য আইফোনগুলোর থেকে বেশ অনেকটাই অন্য রকম এর ডিজাইন। এই ফোনের নতুনত্বই নজর কেড়েছে গ্রাহকদের। তবে নতুন এই মডেলে ‘বেজেল’ সম্পূর্ণ বাদ দিয়েছে অ্যাপেল। ৫.৮ ইঞ্চি ‘স্ক্রিন টু বডি’ ডিসপ্লে থাকবে নতুন এই ফোনে। সঙ্গে থাকবে উচ্চমানের ফ্রন্ট ক্যামেরা এবং সেনসরও। আইফোন ৮-এর মডেলে ‘হরাইজন্টাল’ নয়, ‘ভার্টিকাল’ ভাবে বসানো হয়েছে ডুয়াল ব্যাক ক্যামেরা। থাকছে লাইটনিং পোর্টও। নতুন এই মডেলে থাকবে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *